Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

র্তমানে গ্রাম ভিত্তিক ভিডিপি মেৌলিক প্রশিক্ষণ কর্মসূচী সংগঠনের একটি গুরুত্বপূর্ন প্রশিক্ষণ। যা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে নিবিড় পর্যাবেক্ষনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভিডিপির সদস্যদের বাল্যবিহান. যেৌতুক, মাদক দ্রব্য সেবন ও নারী শিশু পাচারের কু-ফল সর্ম্পকে সচেতন করা। কৃষি শাক-সব্জি ফলমূল আবাদ সহ উন্নসত জাতের ধান উৎপাদনের কলাকৌশল সর্ম্পকে ধারনা প্রদান। উন্নত জাতের গাভী পালন, হাস-মুরগী পালন ও রোগ বালাই দমন করা। আধূনিক পদ্ধতিতে মাছ চাষ ও রোগ বালাই দমন। তাছাড়া ছোট পরিবারের সু-ফল এবং প্রাথমিক স্বাস্থ্য রক্ষা সহ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা সর্ম্পকে জ্ঞান দান করেন যথাক্রমে- ১। উপজেলা নির্বাহী কর্মকর্তা ২। উপজেলা কৃষি কর্মকর্তা,৩। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ৪। উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৫। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্ঞান দান সহ আনসার ভিডিপি সংগঠনের কর্মকান্ড ও সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়।আনসার ভিডিপি অফিস, বলিহার হাউস, নওগাঁ সদর, নওগাঁ।  আনসার ভিডিপি অফিস, বলিহার হাউস, নওগাঁ সদর, নওগাঁ।