র্তমানে গ্রাম ভিত্তিক ভিডিপি মেৌলিক প্রশিক্ষণ কর্মসূচী সংগঠনের একটি গুরুত্বপূর্ন প্রশিক্ষণ। যা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে নিবিড় পর্যাবেক্ষনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভিডিপির সদস্যদের বাল্যবিহান. যেৌতুক, মাদক দ্রব্য সেবন ও নারী শিশু পাচারের কু-ফল সর্ম্পকে সচেতন করা। কৃষি শাক-সব্জি ফলমূল আবাদ সহ উন্নসত জাতের ধান উৎপাদনের কলাকৌশল সর্ম্পকে ধারনা প্রদান। উন্নত জাতের গাভী পালন, হাস-মুরগী পালন ও রোগ বালাই দমন করা। আধূনিক পদ্ধতিতে মাছ চাষ ও রোগ বালাই দমন। তাছাড়া ছোট পরিবারের সু-ফল এবং প্রাথমিক স্বাস্থ্য রক্ষা সহ মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা সর্ম্পকে জ্ঞান দান করেন যথাক্রমে- ১। উপজেলা নির্বাহী কর্মকর্তা ২। উপজেলা কৃষি কর্মকর্তা,৩। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ৪। উপজেলা মৎস্য কর্মকর্তা ও ৫। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্ঞান দান সহ আনসার ভিডিপি সংগঠনের কর্মকান্ড ও সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়।আনসার ভিডিপি অফিস, বলিহার হাউস, নওগাঁ সদর, নওগাঁ। আনসার ভিডিপি অফিস, বলিহার হাউস, নওগাঁ সদর, নওগাঁ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস